কোম্পানির ভবিষ্যৎ কী? কাস্টমার ফার্স্ট মিশনে ১৩ বছরে | Team Group BD
২০২৫ সালের জুন মাসে কানাডার ওন্টারিও প্রদেশের Sturgeon Lake-এ এক নৌকা দুর্ঘটনায় প্রাণ হারান Team Group BD-এর ম্যানেজিং ডিরেক্টর Abdullah Hil Rakib। ব্যবসায়িক মহলে তিনি ছিলেন একজন পরিচিত নাম, বিশেষ করে তৈরি পোশাক খাতের আধুনিকায়ন, টেকসই উদ্যোগ এবং নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে।
২০০৯ সাল থেকে Team Group BD, তার পরিচালনায় ধীরে ধীরে গড়ে তোলে কোম্পানির ১৩টি ইউনিট, যার মধ্যে ৬টিই ছিল LEED সনদপ্রাপ্ত। বর্তমানে প্রায় ২০,০০০ কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি তৈরি পোশাকের বাইরে লজিস্টিক্স, রিটেইল, ফার্মাসিউটিক্যালস, তথ্যপ্রযুক্তি এবং রিয়েল এস্টেট খাতেও কার্যক্রম পরিচালনা করছে।
Business maniar আজকের ব্লগ Team Group BD-এর উত্থান ও তাদের বর্তমান অবস্থা নিয়ে।
২০০৯ সালে Abdullah Hil Rakib চারটি অনুপযোগী গার্মেন্টস ইউনিট, 4A Yarn Dyeing Ltd., Brothers Fashion Ltd., Southend Sweater Co. Ltd. ও Gramtech Knit Dyeing & Finishing, অধিগ্রহণ করে Team Group BD-এর যাত্রা শুরু করেন। পরবর্তী কয়েক বছরে তিনি দুটি ইউনিটকে LEED Platinum সার্টিফাইডে উন্নীত করেন ।
২০১০ সালে চালু হয় Team Group BD Logistics, শুরুর দিকে ছোট পরিসরে কাজ শুরু করলেও, অল্প সময়েই ৭টি সিস্টার কোম্পানি ও প্রায় ২০০ জন কর্মী নিয়ে তারা আন্তর্জাতিক লজিস্টিক্স সেবায় প্রবেশ করে। ক্রেতার দেশে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে দেওয়ার মতো পরিষেবা দিয়ে তারা চীন, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারে কার্যক্রম বিস্তৃত করে।
২০১২ সালে ‘Twelve Clothing’ ব্র্যান্ডের মাধ্যমে রিটেইল এবং অনলাইন শপিং সেবা শুরু হয়; ২৭টি শহরে আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মের সুবাদে কয়েক বছরের মধ্যে এটি ৩৮টি স্টোর ও একটি বড় customer base গড়ে তোলে।
২০১৫–২০১৮ সালের মধ্যে Team Pharmaceuticals Limited ও Intellier Limited প্রতিষ্ঠার পর Eco-ফ্রেন্ডলি প্রকল্প নিয়ে Team Developers Limited গড়ে ওঠে। এভাবে গার্মেন্টস, লজিস্টিক্স, রিটেইল, ফার্মা, আইটি ও রিয়েল এস্টেট, মোট পাঁচটি খাতে সমন্বিতভাবে কাজ শুরু করে Team Group BD।
২০২২–২৩ সালে Group-এর বার্ষিক টার্নওভার প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে, যার মধ্যে ৪৩০ মিলিয়ন ট্রেডিং এবং ৩১৫ মিলিয়ন গার্মেন্টস থেকে আসে। ২০২৮ সালের মধ্যে এক বিলিয়ন ডলারের টার্নওভারের লক্ষ্য ঘোষণার মধ্য দিয়ে Team Group BD পরবর্তী পর্যায়ের পরিকল্পনা এগিয়ে নিয়েছে।
Team Group আজ রপ্তানিমুখী গার্মেন্টস থেকে শুরু করে লজিস্টিক্স, ফার্মা, আইটি, রিয়েল এস্টেট ও রিটেইলে সমানভাবে প্রভাব বিস্তার করছে।
Team Group BD বর্তমানে দেশের অন্যতম বড় গার্মেন্টস ও কংগ্লোমারেট প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে, যার অধীনে ১৩টি ইউনিটে প্রায় ২৩,০০০ কর্মী কাজ করছেন। গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল, আইটি, রিটেইল ও রিয়েল এস্টে সব মিলিয়ে গ্রুপটির বার্ষিক টার্নওভার এখন প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ৬৩০ মিলিয়নই আসে অ্যাপারেল ব্যবসা থেকে।
গ্রুপের বর্তমান নেতৃত্বে রয়েছেন Afroza Shahin, যিনি এখন Managing Director হিসেবে গ্রুপের অপারেশন ও স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা সামলাচ্ছেন। সাস্টেইনেবিলিটি বিভাগের নেতৃত্বে আছেন Mohammad Monower Hossain, যিনি ESG রিপোর্টিংসহ পরিবেশবান্ধব উদ্যোগে মূল ভূমিকা পালন করছেন।
পাশাপাশি ব্যবসার প্রতিটি ইউনিটে রয়েছে ফাংশন-ভিত্তিক চিফ অপারেটিং অফিসার ও Director, যেমন Team Pharmaceuticals-এর নেতৃত্বে আছেন MA Monsur, আর Sales & Distribution দেখছেন Md. Abdul Wahab। কোম্পানির অভ্যন্তরে বর্তমানে বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট সদস্য রয়েছেন, যারা ফিন্যান্স, এইচআর, কমার্শিয়াল, কোয়ালিটি, এবং ডিজিটাল ট্রান্সফরমেশন, এই সকল বিভাগকে সেন্ট্রালাইজড বোর্ডের মত পরিচালনা করে থাকেন।
অর্থনীতিতে Team Group-এর অবদান এখন একাধিক খাতে ছড়িয়ে। পোশাক খাতে রপ্তানি আয় বাড়ানো ছাড়াও, তাদের ফার্মাসিউটিক্যাল, আইটি ও রিয়েল এস্টেট ইউনিটগুলো দেশের অভ্যন্তরীণ বাজারে প্রবৃদ্ধি তৈরি করছে। বছরে কয়েক হাজার কোটি টাকার রপ্তানি, ২০ হাজারের বেশি সরাসরি কর্মসংস্থান সৃষ্টি এবং ৩০টিরও বেশি শহরে রিটেইল নেটওয়ার্ক গড়ে তুলে Team Group BD শুধু ব্যবসায়িক সম্প্রসারণেই থেমে থাকেনি, তারা হয়ে উঠেছে স্থানীয় অর্থনীতির একটি কার্যকর ভিত্তি।
Group-এর সম্প্রসারণ কেবল পোশাক তৈরি আর রপ্তানিতে সীমাবদ্ধ নয় । তারা আজ RMG খাতে প্রযুক্তি এবং প্রতিষ্ঠান পুনর্জীবনের এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালে Team Group-এর IT ভেঞ্চার Intellier Limited তৈরি করে Nidle নামের একটি আধুনিক প্রোডাকশন অপটিমাইজেশন সিস্টেম, যা তৈরি পোশাক শিল্পে ডিজিটাল রূপান্তরের পথ প্রশস্ত করে। Nidle মূলত একটি SaaS বা Software as a service ভিত্তিক সিস্টেম, যা উৎপাদনের প্রতিটি ধাপ রিয়েল-টাইমে মনিটর করে; উৎপাদন প্রবাহে কোথায় সময় নষ্ট হচ্ছে, কোন অপারেটর কতটুকু দক্ষ, কোন স্টাইলে কত মেটেরিয়াল ব্যবহার হচ্ছে, সব কিছু ডেটা-চালিতভাবে বিশ্লেষণ করে। এই সিস্টেম Team Group-এর নিজস্ব কারখানা 4A Yarn Dyeing–এ সফলভাবে চালু হওয়ার পর উৎপাদন দক্ষতা প্রায় ১২% পর্যন্ত বেড়েছে। শুধু নিজের ব্যবহারে সীমাবদ্ধ না রেখে, Team Group এখন এটি দেশের অন্যান্য গার্মেন্টস প্রতিষ্ঠানে সরবরাহ করছে, যার মাধ্যমে পুরো শিল্পেই একধরনের টেক ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে। এটাই প্রথমবারের মতো একটি দেশীয় RMG কোম্পানি AI ও ডেটা-ড্রিভেন অপারেশনাল সল্যুশন কমার্শিয়ালি মার্কেটে এনেছে।
অন্যদিকে, Team Group-এর একটি অন্যতম বড় সাফল্য হলো দেশের একাধিক ‘ industry’ পুনর্জীবিত করা, অর্থাৎ, ব্যাংক দখলকৃত, বন্ধ হয়ে যাওয়া বা আর্থিকভাবে বিপর্যস্ত পোশাক কারখানাগুলো অধিগ্রহণ করে সেগুলোকে লাভজনক ইউনিটে রূপান্তর করা। এই যাত্রার শুরু ২০০৯ সালে, ভিডিওর শুরুতে উল্লেখ করা সেই ৪টি বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস প্রতিষ্ঠান অধিগ্রহণ করে। ওই সময় প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ছিল প্রায় শূন্য, কর্মীদের মনোবল ছিল ভেঙে পড়া, এবং যন্ত্রপাতিও ছিল অচল প্রায়। কিন্তু Abdullah Hil Rakib ও তার টিম সেখান থেকে শুরু করে শুধু উৎপাদন চালু করেই ক্ষান্ত হননি, তারা ফ্যাক্টরি গুলোকে সাসটেইনেবিলিটি মানদণ্ডে উন্নীত করে।
Team Group BD শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং বাংলাদেশের তৈরি পোশাক ও বহুমুখী শিল্প খাতের আধুনিক রূপান্তরের এক জীবন্ত উদাহরণ। গার্মেন্টস থেকে শুরু করে ফার্মা, আইটি, রিয়েল এস্টেট, রিটেইল, প্রতিটি ক্ষেত্রেই তারা দেখিয়েছে কিভাবে সাহস, কৌশল এবং প্রযুক্তি মিলেই বদলে দিতে পারে একটি দেশের অর্থনৈতিক মানচিত্র।
তবে প্রশ্ন হলো, Abdullah Hil Rakib-এর অনুপস্থিতিতে এই বহুমুখী সাম্রাজ্য কি সেই একই গতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগোতে পারবে? নাকি নেতৃত্বের পরিবর্তনে আসবে নতুন চ্যালেঞ্জ ও নতুন দিগন্ত?
আপনার কী মনে হয়?
কমেন্টে জানান আপনার মতামত,ব্লগটি ভালো লাগলে Business related কনটেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ।