
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্কের পাল্টা আঘাত চীনের, লক্ষ্য টেসলা-তেল-কয়লা | বিশ্ব অর্থনীতি | Business Mania
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে মার্কিন কয়লা, অপরিশোধিত তেল ও টেসলার গাড়িসহ কয়েকটি পণ্যের ওপর পাল্টা শুল্ক বসিয়েছে চীন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর এই সিদ্ধান্তে কয়লায় ১৫%, অপরিশোধিত তেল ও টেসলার বৈদ্যুতিক ট্রাকে ১০% শুল্ক নির্ধারণ করা হয়েছে। চীন কয়েকটি মার্কিন কোম্পানির বিরুদ্ধে তদন্তেরও ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বাণিজ্যযুদ্ধ ভবিষ্যতে আরও তীব্র হতে পারে।
সূত্র: রয়টার্স/The Daily Star